ঢাকা: বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একবারে নেয়া যাবে ১৫ হাজার ডলার।
বাংলাদেশিরা আগের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা বা ডলার নিতে পারবেন। চিকিৎসার জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার নিতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ হাজার ডলার।
সোমবার, ১২ মে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসা ব্যয়ের জন্য ছাড় করা অর্থ সরাসরি বিদেশের হাসপাতালের নামে পাঠানো যাবে, অথবা আন্তর্জাতিক প্রিপেইড, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিদেশে খরচ করা যাবে। তবে এই ১৫ হাজার ডলারের মধ্যে একজন সর্বোচ্চ ৫,০০০ ডলার পর্যন্ত নগদ (নোট আকারে) নিতে পারবেন।
আর এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আগের অন্যান্য নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।