চট্টগ্রাম: চট্টগ্রাম জলে আবদ্ধ হয়ে গেল।
তিন ঘণ্টার অতি ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নগরীর আমবাগান আবহাওয়া কেন্দ্রে ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে ।

মঙ্গলবার রাত ২টা থেকে নগরীতে বৃষ্টি শুরু হয়। গরমে অনেকটাই স্বস্তি কিন্তু বন্যা পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন জনসাধারণের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়।

এদিন, ভোরের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। সকালে অঝোর ধারায় পরতে থাকে আষাঢ়ের বৃষ্টি।

বুধবার সকাল ৯টার পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে। দুপুরেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল।

চট্টগ্রামে বুধবার সকালের মাত্র ৩ ঘণ্টার ৫৫ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জিইসিও মোড়, আগ্রাবাদ, চৌমুহনী, বাকলিয়া, রাহাত্তারপুল এলাকায়!

ভারী বৃষ্টিপাতের জন্য নগরীর জিইসও মোড়, আগ্রাবাদ, চৌমুহনী, বাকলিয়া, রাহাত্তারপুল এলকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জনগণ।

আবহাওয়া অফিসের আমবাগান কেন্দ্র জানায়, বুধবার বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *