ঢাকা: পল্টনে করবে চাঁদাবাজি টাকা যাবে লন্ডনে এটাই বিএনপি দলের নীতি। দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে, ‘তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে ২০ লাখ টাকা দে’! এরা আবার স্বপ্ন দেখে ক্ষমতায় আসার।
বিএনপি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রধান দায়ী।
বাংলাদেশে প্রথম স্বৈরাচারী বাকশাল কায়েম করার চেষ্টা করেছে বিএনপি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, গুম, ধর্ষণ তো আছেই।
এবার রাজধানীর মিরপুরে এক শ্রমিক লীগ নেতার বাসায় ঢুকে হুমকি দিয়ে চাঁদাবাজি করেছে।
ঘটনায় স্থানীয় ছাত্রদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এই গ্রেপ্তারি ক্ষণিকের।
রবিবার রাতে শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম রনির বাসায় ঢুকে ভয় দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করেন। পরে তাদের পাঁচ লাখ টাকা দেওয়া হয় বলে এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনায় গ্রেপ্তাররা হলেন- ছাত্রদলের মিরপুর থানা কমিটির আহ্বায়ক তাবিদ আহমেদ আনোয়ার (৩৫), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মিন্টু মিয়া (৩৫), কর্মী ইসমাইল হোসেন (২৪) ও যুবদল কর্মী রতন মিয়া।
ঘটনায় এই চারজনসহ পলাতক অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন সিরাজুল ইসলাম রনির স্ত্রী জাহানারা ইসলাম।
সন্ত্রাসীরা সিরাজুল ও তার স্ত্রীকে জিম্মি করে বলে, ‘তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টের লোক। তোরে পুলিশ দিয়ে ধরায়া দিব’।
এরপর ২০ লাখ টাকা চায়। পরে পাঁচ লাখ টাকা নিয়ে যায় জঙ্গীরা।