ঢাকা: বঙ্গবন্ধু বিরোধী বিএনপি, রাজাকার! অথচ জাতির পিতা তথা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্য আজ বাংলাদেশ স্বাধীন। স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জাতির পিতাকে অপমান করে ইউনূস জঙ্গী, বিএনপি, এনসিপি, জামাত।
‘মুজিব স্মরণ বেআইনি’, ইউনুস সরকারের এই ঘোষণাকে উপেক্ষা করেই মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা সভা চলেছে।
ঢাকায় বঙ্গবন্ধুর ধামমন্ডি ৩২-এর বাড়ি এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন আটকাতে মরিয়া ছিলো সেনা ও পুলিশ। তাদের সঙ্গে যোগ দেয় বিএনপি-র ছাত্র-যুব সংগঠন ছাত্র দল ও যুব দল।
অথচ তাদের নেতাই বঙ্গবন্ধু শেখ মুজিবকে সুপ্রিম কমান্ডার মানতেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ লিখে ফেইসবুকে পোস্ট দেওয়ায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
অথচ বলতে হবে তিনিই শ্রেষ্ঠ বাঙালি।
রোববার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ অন্তরকে বহিষ্কারের কথা জানানো হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অন্তরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখযোগ্য যে, গত ১৫ আগস্ট নিজের ফেইসবুক পোস্টে ইসহাক আহমেদ অন্তর লিখেছিলেন, “জন্ম অথবা মৃত্যুর কোন বিশেষত্ব নেই, মূখ্য হলো মানুষের হৃদয় জয় করা..। শুভ জন্মদিন দেশ মাতা, বিনম্র শ্রদ্ধা জাতির পিতা..।”
পোস্টটি নজরে এলে রোববার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় জেলা ছাত্রদল। ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়।
তবে ইসহাক আহমেদ বুকের পাটা দেখিয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান। পরে এদিনই তাকে বহিষ্কার করা হয়।
ইসহাক কাপুরুষ নন, সেটা প্রমাণ করে দিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, “আমার ব্যক্তিদর্শন, মুক্তচিন্তা, অহিংসা, ভিন্নমত পোষণ করার মানসিক ভাবনাটা যদি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অর্পিত দায়িত্বের অবহেলা তবে আমি আমার সকল রাজনৈতিক পদ পদবী ও দায়িত্বের জায়গা হতে সেচ্ছায় অব্যাহতি নিলাম।”
তিনি আরও লিখেন, “যাদের আত্মত্যাগ, সুযোগ্য নেতৃত্ব ও পাহাড়সম নিরলস প্রচেষ্টায় আজকের বাংলাদেশ।
তারা যেকোনো দলের, ধর্মের, বর্ণের, জাতির, শ্রেণির, অঞ্চলের তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালবাসা বহমান……”।