গোপালগঞ্জ: গোপালগঞ্জের পরিস্থিতি দুপুর গড়াতে গড়াতে উত্তপ্ত হয়ে উঠেছে। গোপালগঞ্জ শহরে এই মুহূর্তে এনসিপি-জামাতের নির্দেশে পুলিশ রাস্তায় যাকে পাচ্ছে তাকে পেটাচ্ছে। শিশু, নারী, পথচারী কেউ রেহাই পাচ্ছে না। ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থল রক্ষায় এককাট্টা মুজিব অনুসারিরা। উত্তপ্ত গোপালগঞ্জ।
বঙ্গবন্ধুর সমাধিস্থল রক্ষা সহ জঙ্গী দল এনসিপি- জামায়াত- শিবির ও সরকারের প্রতিশোধ থেকে রক্ষায় এককাট্টা মুজিব- হাসিনার অনুসারিরা।
পুলিশের পোষাক পড়ে আওয়ামী সমর্থিত সাধারণ গোপালগঞ্জ বাসীর ওপর গুলিবর্ষণের অভিযোগ।
উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। গোপালগঞ্জ শহরে এনসিপি’ র সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

পুলিশ, বিজিবি সেনা মোতায়েন হয়েছে। এনসিপিও তাদের সমাবেশের নামে শো- ডাউনের চ্যালেঞ্জ নিয়েছে।
অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধুর অনুসারি ও হাসিনার আওয়ামী সমর্থিত নেতা কর্মীরাও যে কোন মূল্যে বঙ্গবন্ধুর সমাধিসহ এ সংক্রান্ত স্থাপনা রক্ষায় ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।
গোপালগঞ্জ জেলার সাধারণ মানুষের প্রতিবাদ দমনে নির্বিচারে পুলিশ গুলি চালায়,এতে পুলিশের গুলিতে ঘটনাস্থলে একজন নিহত ও দশ জন এর অধিক সংখ্যক মানুষ আহত হন।

পুলিশের গুলিতে নিহত হবার পর সাধারণ মানুষের মধ্যে প্রবল বিক্ষোভ সৃষ্টি হয় যার পরিপ্রেক্ষিতে তারা এনসিপি কে গোপালগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন এবং প্রতিরোধ গড়ে তোলেন।
এদিকে, গোপালগঞ্জে রণক্ষেত্র নারীরাও নামছে রাজপথে, যাবে জীবন চলে যাক এনসিপি সব নিপাত যাক।এমন শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে গোপালগঞ্জ সদর।
গোপালগঞ্জে রণক্ষেত্র এনসিপিকে রুখতে গোপালগঞ্জে আওয়ামী সমর্থিত নারী, পুরুষ, বৃদ্ধ, আবাল বনিতা এখন রাজপথে নেমেছে।
বয়স্ক নারীদেরকেও মিছিলে দেখা গেছে।
