ঢাকা: অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকার ব্যস্ততম বনানী এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে স্বতঃস্ফূর্ততা মারাত্মকভাবে পরিলক্ষিত হয়।
রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপ ঝটিকা মিছিল করেছে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, সকাল ছয়টার দিকে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রলীগের প্রায় অর্ধশত কর্মী মিছিলে অংশ নেন। তাদের হাতে দুই থেকে আড়াই ফুট দীর্ঘ একটি ব্যানার ছিল।
ব্যানারে লেখা:”শেখ হাসিনা আসবে – বাংলাদেশ হাসবে, হঠাও ইউনূস – বাঁচাও দেশ” নিচে উল্লেখ ছিল: বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর।
মিছিলটি বনানী স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানী ফ্লাইওভারের নিচ দিয়ে সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দৌড়ে দ্রুতভাবে মিছিল শেষ করেছেন। কয়েকজনকে মোটরসাইকেল চড়েও মিছিল করতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাথে আপোষ না করে রক্তচক্ষু দেখিয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা।
তিনি হেরে গেছেন অপরাজনীতির কাছে। তিনি হেরে গেছেন স্বাধীনতা বিরোধী অপশক্তির কাছে, কিন্তু মাথা নত করেননি।