ঢাকা: পুলিশ প্রশাসন, সেনাবাহিনী তো ইউনূস গং এর চকিদার! তাঁদের সাথে ভিন্নভাবে আই ওয়াশ করা সমন্বয় বাড়ানোর কথা বলার প্রয়োজন আছে নোবেলজয়ীর?
কতই রঙ্গ দেখি দুনিয়ায়.. হায়রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়– এ গানটিই মনে পড়ছে জঙ্গী- প্রতারক এই ড. ইউনুসের কথা শুনে।
নির্বিচন, নির্বাচন একটা হাওয়া তুলে রাখা হয়েছে দেশে। অথচ নির্বাচনের টিকিটির নাগাল নেই।
নির্বাচন ঘিরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সুষ্ঠু নির্বাচনের জন্য ষাট হাজার সেনাসদস্যকে মাঠে থেকে বলিষ্ঠ ভূমিকা রাখার তাগিদও দেয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর নীতিনির্ধারকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সোমবার (২৮ জুলাই) এসব তথ্য জানায় প্রেস উইং।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর নীতি-নির্ধারকদের সাথে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের সেপ্টেম্বর থেকে তিনমাস ব্যাপী দেড়লাখ পুলিশকে দেয়া হবে প্রশিক্ষণ। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ৬০ হাজার সেনা সদস্য কঠোর ভূমিকা রাখবে।