খুলনা: খুলনার ভৈরব নদে অঘটন ঘটলো। ফেরির সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে নিখোঁজ হয়ে গেছেন তিনজন।

বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ জেলখানা ঘাট ও সেনেরবাজার ঘাটের মাঝামাঝি নদীতে দুর্ঘটনাটি ঘটে।

ফেরির সাথে ধাক্কা লেগেই ঘটনাটি ঘটেছে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবু বক্কর জানান, রাতে জেলখানা ঘাট থেকে ট্রলারটি ছেড়ে যাওয়ার পর মাঝনদীতে পৌঁছালে ফেরির সঙ্গে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় ট্রলারের তিন যাত্রী নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান।

যারা নিখোঁজ হয়েছেন তাঁদের মধ্যে রূপসা উপজেলার আইচঘাতী ইউনিয়নের একজন পুরুষ, এক নারী এবং একজন শিশু রয়েছেন।

উদ্ধারকার্য চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *