ঢাকা: বর্তমান বাংলাদেশের ইউনূস সরকার চাইছে বাংলাদেশকে চীনের হাতে তুলে দিতে। কারণ এদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই।
রাজনৈতিক স্বার্থে আন্দোলন করে সব ধ্বংস করছে এই সরকার। এরা চীন, কখনও পাকিস্তানের হাত ধরে বেঁচে থাকতে চাইছে।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে চীন। আসলে নিজের স্বার্থ ছাড়া চীন কখনোই কথা বলে না।
বলছে, নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশে প্রভাব বিস্তার করতে মরিয়া চীন। আনাগোনা শুরু হয়েছে বাংলাদেশে।
মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টায় চীনে সফররত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এই কথা বলেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং।
এদিকে চীনের কাছে ভিক্ষা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
চীনের আচরণ আমেরিকার আচরণের মত নয়,আমেরিকা বিশেষ করে ডেমোক্র্যাটদের অভিব্যক্তি ও কার্যকলাপ মিডিয়াতে ফুটে উঠে।
কিন্তু চীন কাজ করে ডীপ স্টেট এর চেয়েও গোপন পদ্ধতিতে। ভীষণ গোপনতা এই দেশটির।
এগুলো সাধারণ মানুষের বুঝের বাইরে।
চীন এই ইউনূসকে আর কোনদিন মিত্র বানাবে না। চীন যে আশ্বাস দিয়েছিলো তা আর সম্ভব নয়।