ঢাকা: আজ বাংলাদেশে শোকের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিন। অথচ আজকেই আবার বেগম জিয়ার ১৫ আগস্ট ভুয়া জন্মদিন।

৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে সরকারি তথ্য অনুসারে তার জন্মদিন ছিল ভিন্ন। কার ও কাদের জন্য ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতির মৃত্যু দিনে ঘটা করে কেক কেটে জন্মদিন পালন শুরু হলো বেগম জিয়াই জানেন। তার এই জন্মদিন পালন ছিল প্রতীকি।

১৫ আগস্টকে যারা আনন্দের দিন মনে করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিশোধ মনে করে তাদের জন্য এটা বিএনপির রাজনৈতিক বার্তা।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে চীনা দূতাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ফিরোজা ভিলায় এই ফুলের তোড়া পৌঁছে দেওয়া হয়।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের বাসভবনের দায়িত্বশীলরা।

দলীয় নেতারা জানিয়েছেন, এবারের জন্মদিনে ঢাকাসহ সারা দেশে বিএনপির কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *