ঢাকা: একজন নিরীহ ধর্মাবলম্বী রাজনীতিহীন মানুষকে কত কষ্ট দেয়া যায়? এই রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা নেই চিন্ময় প্রভুর প্রতি? বিনা দোষে কারাগার বন্দী হয়ে রয়েছেন!
দায়বদ্ধতা নেই আদালতের, দায়বদ্ধতা নেই সরকারের। তার একটাই কারণ তিনি সনাতনী। সনাতনীদের তো বাংলাদেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই, সরকার বুঝিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে মৌলবাদী গোষ্ঠী!
আজ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করা হল।
চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী অপরাধী নন। অথচ তাঁকে শাস্তি পেতে হচ্ছে।
চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যিনি আজ হিন্দু সমাজের পক্ষে শুদ্ধ উচ্চারণ।যিনি রাজনীতি করেন না, কিন্তু রাজনীতির কাঁটাতারে আজ তাঁর জীবন বিপন্ন।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
অথচ এই মামলা পুরো ভুয়ো। কোনো ভিত্তি নেই। এই হত্যার সাথে চিন্ময় প্রভু যুক্ত নন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টার সময় শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব একটি টিম।