ঢাকা: সোমবার অবরোধ হয়েছে প্রায় দীর্ঘ ১০ ঘন্টা। অবশেষে ধীরে ধীরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে চাকরিচ্যুত শিক্ষকরা মঙ্গলবার (১৯ আগস্ট) ফের চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে নতুন করে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উখিয়ার কোটবাজার এলাকায় চাকরিচ্যুত শিক্ষকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শিক্ষকদের প্রতিনিধি সাইদুল ইসলাম শামীম এই বিষয়ে বলছেন, “আমরা দাবি করছি, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করা হোক এবং রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হউক। আন্দোলন করব ঠিকই, তবে জনদুর্ভোগ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়।”
দাবী উঠছে, বহিরাগত ও রোহিঙ্গাদের চাকরি থেকে বাদ দিতে হবে।