পাবনা: মন্দির ভাঙা, মন্দির নিয়ে ঝগড়া, খুন এগুলো বাংলাদেশের মৌলবাদীদের রক্তেই। তবে এখন তো মসজিদ নিয়ে নিজেরা নিজেরাই মারামারি করা শুরু করেছে।

আর এক জায়গায়, এক গ্রামে ভাগাভাগি হয়ে এভাবেই এরা মসজিদ নির্মাণ করে চলেছে জায়গা দখল করে। ধর্মীয় ভাগাভাগির পরিণাম!

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইপক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন।

জানা গিয়েছে, এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৫ জুলাই) উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

উপজেলার তারাপুরে গ্রামে দুটি মসজিদ। একটি পুরনো মসজিদ, আরেকটি নতুন মসজিদ নামে পরিচিতি।

এই পুরনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে ঝামেলা হয়। তারপরেই নতুন মসজিদটি নির্মাণ করেন।

তবে এটির বারান্দা নির্মাণের উদ্যোগ নিলে একই গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে আপত্তি জানায় আরেক পক্ষ।

এই ঘটনায় দুইপক্ষের মধ্যে প্রবল ঝগড়াঝাঁটি হয়। হাঁসুয়া, ট্যাটা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে হয়। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *