কক্সবাজার: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেমন গরুর গাড়ির মতো চলেছে, তেমনি এর রেলের অবস্থা!

কখনো দেখা‌ যাচ্ছে মাঝ পথে হেডলাইট বিকল হয়ে গেলো। তাই টর্চ লাইটের আলো জ্বালিয়ে টানা হর্ন বাজিয়ে চলল ট্রেন।

এবার তো বোয়ালখালীতে একটি বগি রেখেই চলে গেল কক্সবাজার এক্সপ্রেস ট্রেন!

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের শেষের বগিটি বোয়ালখালীর গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনে ফেলে চলে গেছে ট্রেনটি!

কী অদ্ভুত রেল বিভাগ! কী অদ্ভুত তার চলাফেরা!

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়া গার্ড ব্রেক বগি রেখেই দুর্ঘটনাস্থল ছেড়েছে কক্সবাজার এক্সপ্রেস।

শনিবার (২৬ জুলাই) বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশন এলাকায় এই ঘটনাটি ঘটে।

এতে কেউ হতাহত হয়নি তবে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। গোমদণ্ডী স্টেশন পার হবার পর ট্রেনের একদম শেষ বগির হুক ভেঙে যায়।

এতে ট্রেন প্রায় ৩০ মিনিট সেখানে আটকে থাকে। পরে বিচ্ছিন্ন বগিটি রেখেই মূল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *