ঢাকা: বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধকে সন্ত্রাস করে মুছে ফেলা যায়? এই দেশের মাটির সাথে বঙ্গবন্ধুর নাম জড়িয়ে। বিএনপি, জামাত, ইউনূসের সন্ত্রাসীরা ১৫ ই আগস্টে যেমন নাটক দেখালো তাতে মনে হচ্ছে গায়ের জোর আর সন্ত্রাসী কারবার করে এরা দেশ দখল করবে!

ধানমণ্ডি ৩২ এ বিএনপি সন্ত্রাসীরা ককটেল বোমা বিস্ফোরণ করে এক ধরনের ত্রাস সৃষ্টি করে যেন সাধারণ মানুষ আর পথচারীরা ভয়ে আর ওদিকে না যায়!

এভাবে এরা দেশের ক্ষমতায় আসতে চায়?

শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ার মোড়ে এবং রাত পৌনে ১২টার দিকে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন রাসেল স্কয়ারের বাস কাউন্টারগুলোর সামনে রাত ১০টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়।

খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অংশ আলামত হিসেবে সংগ্রহ করে।

এদিকে রাত পৌনে ১২টার দিকে বাংলামোটর মোড়ে রূপান্তর সেন্টারের এনসিপি কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে একাধিক ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *