ঢাকা: জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর হবে। চ্যালেঞ্জ ইউনূসের। এইতো তার আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন না আসতেই উৎসব শুরু হয়ে গেছে, নির্বাচনের সময় তো ভবনই উড়িয়ে দেবে যা দেখা যাচ্ছে অবস্থা!

ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে তিনি জামায়াত ও এনসিপিসহ সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতা চান।

জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি; সামনে আরও অনেক উদ্যোগ আপনারা দেখতে পাবেন।’

এই তো সাহায্যের নমুনা! কমিশনের সামনে শুরু হয়ে গেছে ককটেল বিস্ফোরণ। কতটা হিম্মত এই জঙ্গী বাহিনীর!

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

তবে জড়িত তো আর একজন নয়। এইসব লোকদেখানো ব্যাপার পুলিশের।

শনিবার (২৬ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, “রাত ১১টার পর নির্বাচন কমিশন এলাকার সামনে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটে। শব্দ শোনার সঙ্গে সঙ্গে পুলিশ টহল দল ঘটনাস্থলে যায় এবং একজন সন্দেহভাজনকে আটক করে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।”

কী তথ্য দিয়েছে, কী পাগলের প্রলাপ বকেছে সেসব আর বলেননি তিনি। নাশকতা যারা করে, তারা তো এই দেশে পাগল। পাগল বানিয়ে ছেড়ে দেয়া হয়। মন্দির ভাঙলে পাগল, মূর্তি ভাঙলে পাগল, সব পাগল!

পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা ঘিরে তদন্ত কার্যক্রম শুরু করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *