ঢাকা: শৈত্যপ্রবাহ নিয়ে চিন্তা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পড়তে পারে কুয়াশা। এই শৈত্যপ্রবাহ আগামি ২-৩ দিন স্থায়ী হতে পারে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও হাল্কা শৈত্যপ্রবাহ বইতে পারে।
আগামি দুই দিনে সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। সেই সঙ্গে কুয়াশার দাপটও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
বলা হচ্ছে , বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
