ঢাকা: মাইলস্টোনের ঘটনা শুধু বাংলাদেশ নয়, ভারতের জনগণও শোকপ্রকাশ করেছে এবং ভারত থেকে সাহায্য গেছে!
এত এত মৃত্যু, এগুলো সহজে মেনে নেয়ার মতো না।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ‘গুরুতর’ ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলছেন চিকিৎসকেরা।
প্রতিষ্ঠানটির পরিচালক নাসির উদ্দীন বলেছেন, “বুধবার আমরা যে আটজন ক্রিটিক্যাল পেশেন্টের তালিকা দিয়েছিলাম সেখান থেকে দুজনের মৃত্যু ঘটেছে। বাকি ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা অপরিবর্তিত আছে। আর তিনজনের কিছুটা উন্নতি হয়েছে।
“তাদের ব্যাপারে আমরা এক্সটেন্সিভলি কী চিকিৎসা দেওয়া যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি।”
ইনস্টিটিউটের পরিচালক বলেন, “ভারত থেকে প্রতিনিধি দল এসেছে। চীন থেকে এখন পর্যন্ত প্রতিনিধি দল এসে পৌঁছায় নাই। তবে তাদের সঙ্গে কিন্তু আজকে আমরা রোগীদের সামারিগুলো নিয়ে কথা বলেছি। আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে চীন থেকে আজকে (বৃহস্পতবিার) রাতে পাঁচজনের একটা বিশেষজ্ঞ দল আসার কথা। কিন্তু তারা এখনও পৌঁছায়নি।