নরসিংদী: ঐ যে কবিগুরুর কথা আছে না, শেষ হয়েও হইলো না শেষ! তেমন হয়েছে বাংলাদেশের কাহিনী। যত বলি মনে হবে এই তো শেষ, কিন্তু না শেষ হয় না।

চাঁদাবাজি চলছে দেদারসে। বাধা দিতে এলেই মার! এই মবের রাজ্যে সবাই রাজা! আইন নেই, শাসন নেই, মন্ত্রী নেই কী সুন্দর চলছে একটা দেশ!

এইবার নরসিংদীতে (নরসিংদী সদর) সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শামিম আনোয়ারের ওপর হামলা চালিয়েছে ৩০-৪০ জন চাঁদাবাজ সন্ত্রাসী।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার বলেন, আজ সকালে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল।

এই সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কীসের টাকা তোলা হচ্ছে? টাকা তুলতে তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলে জানালাম।

এর মধ্যেই চার দিক থেকে ৩০ থেকে ৪০ জন লোক অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এরপর আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। আমি অচেতন হয়ে পরি। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

দুইজনকে হাতেনাতে আটক করেছিলেন চাঁদাবাজির ঘটনায় এএসপি শামীম আনোয়ার। এরপরেই ৪০-৫০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা, লাথি ও ঘুষি দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে এবং আটক দুজনকে ছিনিয়ে নেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *