চট্টগ্রাম: বাংলাদেশে সনাতনীদের কন্ঠস্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

এদিন, সোমবার সকালে শুনানি শেষে এই আদেশ দেয় চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন। এই শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। জেলখানা থেকে তাঁকে সংযুক্ত করা হয়।

উল্লেখযোগ্য যে, এর আগে রবিবার আলিফ হত্যা মামলা, পুলিশের কাজে বাধাদান, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ মোট চারটি মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।এরমধ্যে হত্যা মামলার শুনানি হয়েছে সোমবার।আর বাকি তিন মামলার শুনানি হবে মঙ্গলবার। একথা জানিয়েছেন সহকারী পিপি রায়হানুল।

প্রসঙ্গত, এখানে উল্লেখ করা জরুরি যে, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে। সনাতনীদের চোখের জল পড়ে প্রতিদিন। ঘর পুড়িয়ে দেয়া হচ্ছে, লুঠপাট চলছে, হচ্ছে ধর্ষণ। হিন্দুদের সর্বস্বান্ত করার চক্রান্ত চলছে ২০২৪ সালের অগস্ট থেকেই । মন্দির ভাঙন তো চলছেই।

সব শেষ হয়, কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার শেষ হয় না। শেখ হাসিনার অনুপস্থিতি সচেতন জনগণকে কাঁদাচ্ছে।

বাংলাদেশে ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের। শিক্ষক সমাজের উপর চলছে চরম নির্যাতন। এদিকে, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ঘিরে আরও উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *