ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র। ষড়যন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে।

একের পর এক মামলা। ষড়যন্ত্র করে ভিলেন বানানোর চেষ্টা শেখ হাসিনাকে।

এবার প্লট বরাদ্দের দুর্নীতির পাঁচ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২৩ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) শুনানি নিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

এবং এই বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ২০ জুলাই আদালত দিন ঠিক করেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদকের) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম।

এরকম জুলাই আগস্ট কাণ্ডে হাজারো মিথ্যা মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে।

পুরান ঢাকা’র আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ গুলিবিদ্ধ হওয়ায় ডান চোখ নষ্ট হয়েছে – এমন এক অভিযোগে শত শত আওয়ামী লীগ নেতা, পেশাজীবি, ব্যবসায়ী, অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক দের নামে ঢাকা ও চট্টগ্রামের ২টি থানায় মামলা দায়ের করা হয়।

এমন আরো হাজার ভুয়া মামলা হয়েছে ,হচ্ছে। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারি চলছে। কারাগারে মারা যাচ্ছেন এক একজন আওয়ামী লীগের নেতা। যাচ্ছেন ভালো অবস্থায়, শোনা যাচ্ছে হয়েছে অসুস্থ , মৃত্যু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *