কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার (২৪ অক্টোবর) গুরুত্বপূর্ণ বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম।
তবে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রচুর সমালোচনা হচ্ছে।
তবে কিসের কারণে স্বীকৃতি বাতিল করা হলো, তা কিন্তু জানা যায়নি এখনো।
মো. নুর-ই-আলম জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে আগামী রবিবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
স্থগিতের খবরে স্থানীয় পর্যটন উদ্যোক্তা এবং ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তাঁরা বলছেন, আন্তর্জাতিক স্বীকৃতি কার্যকর হলে কক্সবাজারে বিদেশি পর্যটকের আগমন বৃদ্ধি পেত এবং পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হতো।
উল্লেখযোগ্য যে, গত ১২ অক্টোবর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
