ঢাকা: মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে বেশি কথা বলতে দেয়ায় গণফোরাম-সিপিবি সংলাপ থেকে ওয়াক আউট।
বৈঠক থেকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরাসরি বেরিয়ে আসেন।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এখানে বৈষম্য হচ্ছে, জামায়েতের তিনজনকে বক্তব্য দেওয়া হয়েছে।
আমাদের একজন বক্তব্য দিতে গেলেও বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা প্রতিবাদ জানালে, কমিশন তা নোট করে। তাই আবার সংলাপে ফিরে যাচ্ছি।’
এর আগে গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, ‘ঐকমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। তারা নিরপেক্ষ না হলে কমিশন সংলাপে ফিরবে না।’
তবে কয়েক মিনিট পরে তাদের সংলাপস্থলে নিয়ে যান কমিশনের সদস্যরা।
মিজানুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন।
এই সময় তাঁকে জড়িয়ে ধরে সংলাপের জায়গায় যাওয়ার অনুরোধ করেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।