চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ঐতিহাসিক এবং প্রাচীনতম তীর্থস্থান শ্রী শ্রী শুক্লাম্বর দীঘিকে কেন্দ্র করে এই বছরেও পৌষ সংক্রান্তি উপলক্ষে বসছে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দীঘির মেলা।

আজ, বুধবার পূণ্যস্থান উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।বরমা সুচিয়া বাইনজুরী গ্রামে বসা এ মেলা ঘিরে পুণ্যার্থীদের ঢল নামে।বেশ আনন্দের সাথে উৎসব এবং মেলা অনুষ্ঠিত হয়।

একদিন আগে থেকেই পুণ্যার্থী, তীর্থযাত্রীদের আগমনে মুখরিত হয়ে ওঠে এলাকা। জমজমাট হয়ে ওঠে একদিনেই জায়গাটা।

মনোবাসনা পূরণের আশায় শীত সহ্য করে পুণ্যার্থীরা দীঘির পবিত্র জলে স্নান করেন। একেক জনের মনের বাসনা এক একরকম।নবদম্পতিরাও আসেন এখানে।গাছে সুতো বাঁধেন সারা জীবনের মঙ্গল কামনায়।

পুণ্যার্থীদের বিশ্বাস—শুক্লাম্বর দীঘির মেলায় এলে কেউ খালি হাতে ফেরে না, সকল মনোবাসনাই পূর্ণ হয়।

এখানে কেউ কেউ দিঘির জলে দুধ ঢালেন, কেউ অশ্বত্থ গাছের নিচে কবুতর উড়িয়ে দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *