ঢাকা: সুষ্ঠু ধারার রাজনীতি করে বাঁচতে হলে জামাতকেই অনুকরণ করতে হবে! ধর্মীয় মোড়কে, লেবাস পরে মানুষকে বোকা বানানো। হাস্যকর অবস্থা!
বিএনপি কি তাই করে ফেললো হুজুগে?
ওরা করেছে আমরা করবো না কেন? এমন মনোভাবেই কি ট্রেন ভাড়া করে ফেলল ছাত্রদল?
রাজধানীর শাহবাগে রবিবার সমাবেশ করতে যাচ্ছে ছাত্রদল। এতে অংশ নেবেন সংগঠনটির চট্টগ্রাম নগরীর প্রায় আড়াই হাজার নেতাকর্মী।
এজন্য বাসের পাশাপাশি ২০ বগির একটি পুরো ট্রেনের ব্যবস্থা করেছে তারা।
এর ভাড়া কত আসবে জানেন? ১০ লাখ টাকা। অবশ্য চট্টগ্রাম নগর ছাত্রদলের দাবি, এই টাকা দলের নেতাকর্মী ও সিনিয়রদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে।
তবে এই টাকা যে জনগণের টাকা, চাঁদাবাজির টাকা, জনগণের গলা চিপে পয়সা নেয়া, সেটা কী আলাদা করে বলতে হবে এদের?
জামায়াতের পর রং দেখালো ছাত্রদল।
ঢাকায় যেতে গত বুধবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে একটি ট্রেন ভাড়া চেয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়। পরদিন বৃহস্পতিবার রেলের পরক্ষ থেকে ট্রেনটি নিশ্চিত করা হয়।
রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগের রেল কর্মকর্তাদের ট্রেন পরিচালনা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন চালু করা হবে।
এতে ২০টি কোচ থাকবে, যার মাধ্যমে ১ হাজার ১২৬ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
সমাবেশ শেষ হরে সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে পরদিন ৪ আগস্ট রাত ১টায় পৌঁছাবে।
ট্রেনটিতে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) নিয়োজিত থাকবে।