চট্টগ্রাম: ছাত্রসংসদ নির্বাচন শেষ, এখন স্বরূপে শিবির!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার হয়েছে!
ছাত্র রাজনীতির একটি কলঙ্ক জনক অধ্যায় ছিলো হাত পায়ের রগ কাটা। এই কাজটির জন্য কুখ্যাত- বিখ্যাত ছিলো ইসলামি ছাত্র শিবির!
সে সময় শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক ছিলো এই রগ কাটা পার্টির।
ঐ সময় এই ছাত্র শিবিরকে সাধারণ শিক্ষার্থীরা প্রচন্ড ভয় পেত এবং আতংকিত হয়ে থাকতো তাদের কুখ্যাত রগ কাটার কারণে।
বিগত দিনে এদের রাজনীতি গুপ্ত রাজনীতিতে পরিণত হয়! তবে এখন আবার স্বমহিমায় ফিরে এসেছে রগ কাটা শিবির।
এখন ইউনূসের ছত্রছায়ায় শিবিরকে আর গুপ্ত হয়ে থাকতে হয় না। একের পর এক বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয়জয়কার সেটা প্রমাণ করে দেয়।
সারা দেশটা গ্রাস করেছে শিবির। শুধু বিশ্ববিদ্যালয় নয়। এর পরিণতি ভয়াবহ হতে চলেছে আগামি দিনে। বর্তমান সময়েই তার প্রমাণ পাওয়া যাচ্ছে।
এই ছাত্র শিবির মাথা নাড়া দিয়ে উঠেছে, তখনই হাত পায়ের রগ কাটা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ উদ্ধার!
তাছাড়া আপনাদের স্মরণে আছে, শিবিরের হাত পায়ের রগ কাটার তীর্থ স্থান ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়!
রবিবার রাতে চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড–সংলগ্ন সাগরতীরের কাশবনের ভেতর থেকে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে।
ভয়াবহ দৃশ্য! স্থানীয়দের চোখে পড়ে তরুণের রক্তাক্ত দেহটি। এরপর টহলরত পুলিশ ও জরুরি সেবায় খবর দেওয়া হয়।
ঘটনার প্রথম অভিযানে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত যুবকের নাম শামীম মকসুদ খান জয় (২৬)।
