ঢাকা: ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ৫ আগস্টের পর থেকেই তলানিতে ঠেকেছে।

চিন, পাকিস্তানের প্রতি ঢাকার মনোভাবকে ভারত প্রশ্রয় দেবে না।

ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্স-শিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে আগেই।

অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, জঙ্গী কারবারের জন্য, তাছাড়া ভারতের উপর দোষ চাপানোর প্রচেষ্টা এবং ভারতের কৌশলগত সংবেদনশীলতা বিবেচনা না করে পাকিস্তান ও চিনের সঙ্গে সম্পর্ক জোরদার করার যে যুক্তি তা দুই প্রতিবেশীর দ্বিপাক্ষিক সম্পর্কের ফাটল ধরিয়েছে।

এবং ভারত একের পর এক ধাক্কা দিচ্ছে বাংলাদেশকে। ফলে বাংলাদেশের বাণিজ্য অবস্থা আরো খারাপের দিকে।

আর এমন অবস্থায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) জিরা আমদানি কমেছে।

যদিও বলা হচ্ছে দামের জন্য আমদানি কম হচ্ছে। তাছাড়া বাজারে চাহিদা নেই এমনটাও বলা হচ্ছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছর এ স্থলবন্দর দিয়ে জিরা আমদানি আগের অর্থবছরের তুলনায় অন্তত ৪০ শতাংশ কমেছে।

জুলাই-জুন পর্যন্ত ১৩৩ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের মোট ৩ হাজার ১১৯ টন জিরা আমদানি করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে জিরা আমদানি হয়েছিল ৫ হাজার ৮২২ টন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *