ঢাকা: গ্রেপ্তার করা হয়েছে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহারকে।

তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার ২০ জুন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাড়ি থেকে ইকবাল বাহারকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ইকবাল বাহারকে কোন মামলা ছাড়াই গ্রেফতার করেছে অবৈধ ইউনুস সরকার।

বাংলাদেশ আজ এক ভয়াবহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক সংকটে পতিত।

রাজনীতির নামে চলছে চক্রান্ত, শাসনের নামে চলছে শোষণ, আর সরকারের নামে চলছে দখলদারিত্ব।

এভাবে সাবেক সরকারি কর্মকর্তাদেরকে আটক- হয়রানি করা হচ্ছে ইউনুস সরকারের আমলে। এতে আতঙ্ক-ক্ষুব্ধতা বাড়ছে সরকারি কর্মকর্তাদের মধ্যে।

ইকবাল বাহার সর্বশেষ রাজারবাগ টেলিকমের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *