ঢাকা: ঢাকায় বিভিন্ন কোম্পানির অনুকূলে ২১টি রুটে নতুন ২ হাজার ৬১৫টি বাস চলাচলের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর যাত্রী ও পণ্য পরিবহন কমিটি।
যদিও রুট পারমিট প্রদানের প্রক্রিয়া নিয়ে বিতর্ক আছে। এটি যথাযথ নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ঢাকায় রুট কমিয়ে কোম্পানিভিত্তিক বাস চালুর উদ্যোগ চলছে।
অনেকে মনে করছেন, এই সময় আবার নতুন করে এত সংখ্যক বাসের রুট পারমিট প্রদান উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক।
এই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বাসগুলোর রুট পারমিট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেলো।
সড়ক পরিবহন আইন অনুযায়ী বাসের রুট পারমিট প্রদানের ক্ষেত্রে ডিটিসিএর সুপারিশ বাধ্যতামূলক।
তবে সংস্থাটির কর্মকর্তাদের অভিযোগ, তাদের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করেনি ঢাকা মহানগর যাত্রী ও পণ্য পরিবহন কমিটি।
ঢাকা মহানগর পণ্য ও যাত্রী পরিবহন কমিটি যে ২ হাজার ৬১৫টি বাসের রুট পারমিট দিয়েছে সেগুলো বাতিল করা হবে, জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।