ঢাকা: সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে। সরকারের হেলদোল নেই। প্রতিদিন আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জনে।

এদিকে, এই একই সময়ে নতুন করে ৭৪০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আছে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। এবং তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৩১ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৬৮৩ জন।

বর্তমানে হিসেব বলছে, দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২,২০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *