ঢাকা: একদিনে ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই দেশে। এটি বেশ স্বস্তির স্বাভাবিকভাবেই।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আক্রান্তের সংখ্যাও অনেকটাই কম।
এ সময় ৪৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সংখ্যা নিয়ে চলতি বছর মোট ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
আজ, শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন আক্রান্তের চাইতে বেশি।
২৪ ঘণ্টায় ৪৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এবং চলতি বছর এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৭৩৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
