ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এবং এ সময় ৮৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছেই দেশে। আক্রান্তের সংখ্যাও কেবল কম নয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ২৮৩ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮২ হাজার ৬০৬ জন। এর মধ্যে ছাড়া পেয়েছেন ৭৮ হাজার ৮৪৮ জন। আর মারা গেছেন ৩২৬ জন।
