ঢাকা: ডেঙ্গুতে প্রতিদিন মৃত্যু আছেই। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এবং এই একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৬৪ জন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গিয়েছেন ২৭৫ জন।

আজ, বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯০ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৯ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮, রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৫০ জন, রংপুর বিভাগে ১৬ জন আর সিলেট বিভাগে ৫ জন।

এদিকে, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,১১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *