ঢাকা: একদিনে ডেঙ্গুতে আরো ৫ জন মারা গিয়েছেন। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়।
এদিকে, এই সময়ে ১ হাজার ১৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে হিসেব বলছে, গত একদিনে সারা দেশে ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেলেন মোট ৬৮ হাজার ৪১০ জন।
উল্লেখযোগ্য যে, এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭১ হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
