ঢাকা: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৪ জন মারা গেছেন। এবং এই একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১০৪ জন।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন এবং উত্তর সিটি করপোরেশনে ১ মারা গিয়েছেন।

ডেঙ্গু জ্বরে মৃত চার জনের মধ্যে ৩ জন পুরুষ আর ১ জন নারী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আছেন ১৭৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪৫, ১৭৫ জন বরিশাল বিভাগে ১৫১, চট্টগ্রাম বিভাগে ১২৫, রাজশাহী বিভাগে ৮৫, ময়মনসিংহ বিভাগে ৭৫, খুলনা বিভাগে ৫৯, রংপুর বিভাগে ৩০ জন, সিলেট বিভাগে ৩ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *