ঢাকা: ডেঙ্গুতে মারা যাচ্ছে মানুষ। ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাগুলো শুধু একটি সংখ্যা নয়, এটি দেশের স্বাস্থ্যব্যবস্থার চরম ব্যর্থতার সাক্ষ্য।
নভেম্বরের শুরু থেকেই প্রতিদিন বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু।
কিন্তু যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব, তারা যেন এসব দেখেনও না, শোনেনও না।
ড. ইউনুসের নেতৃত্বাধীন এই প্রশাসন যেন জনস্বাস্থ্য সংকটকে পাত্তাই দিচ্ছে না। জনগণের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ এই সরকার।
পরিসংখ্যান বলছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন।
এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩১ জনে এবং ডেঙ্গু শনাক্ত রোগী বেড়ে ৮৩ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে।
এদিন, শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
