ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এবং এই একই সময়ে সারাদেশে মোট ৭০০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে তথ্য বলছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২০ জনের মৃত্যু হয়েছে।
তবে অনেকেই হাসপাতালে ভর্তি হয় না, বাড়িতেই চিকিৎসা নেয় ফলে সেগুলোর হিসেব আর থাকে না।
আজ বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু সম্পর্কে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) মোট ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।
আর ডেঙ্গুতে পুরুষের আক্রান্তের সংখ্যা বেশি। এই বছর এখনো পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ১০৪ জন।
এর মধ্যে ৬১ শতাংশই হচ্ছে পুরুষ এবং ৩৯ শতাংশ নারী রয়েছেন।
