ফেনী: সারা দেশজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা মারাত্মক হারে বাড়ছে। প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু রোগী। কিন্তু ডেঙ্গু রোধে অন্তর্বর্তী সরকারের কোনো অগ্রগতি নেই, অথচ সব ব্যাপারে দেশের মানুষ খুব বিপদে।
হিসেবে দেখা গেছে, ফেনীতে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ১৯৫।
দেখা গেছে, আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৫ জনের ডেঙ্গু নমুনা পরীক্ষা করে ২৬ জনের ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে।
এটি জেলায় একদিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বলছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেছেন, গত ২৪ ঘণ্টায় ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
চলতি মাসে এখনো পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১৫ জন।