ঢাকা: বাংলাদেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৬২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সংখ্যাটি এই বছর এক দিনে ভর্তি ডেঙ্গু রোগীর সর্বোচ্চ সংখ্যা।
রোগীর সংখ্যা বাড়ছে, তবে সরকারের পক্ষ থেকে কোনো সচেতনতা নেই।
হিসেব বলছে , গত রবিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৮০ জন ডেঙ্গু রোগী। এই বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, ডেঙ্গুতে নতুন করে আরো দুই জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে এক জন পুরুষ, একজন নারী।