কুড়িগ্রাম: শীত জেঁকে বসেছে। জনজীবন প্রায় বিপর্যস্ত।
ঘন কুয়াশা আর ঠান্ডায় উত্তরের জেলা কুড়িগ্রামের জনগণ প্রায় কাহিল। হিমেল হাওয়া চলছে।
দেখা গেলো, সকাল হলেও কুয়াশার কারণে সড়ক দেখতে না পাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই চরম বিপাকে পড়েছেন অঞ্চলের খেটে-খাওয়া, শ্রমজীবী মানুষগুলো।
আজ, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
যাত্রাপুর ইউনিয়নের দিনমজুর আজিজ মিয়া (৬০) বলেন, কুয়াশা ও ঠান্ডায় বাড়িত থাকি বের হওয়া যায় না। কী করবো, কাম করি তো খাওয়া লাগবো।
