ঢাকা: দায়িত্ব গ্রহণের এক বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ।

শেখ মোহাম্মদ মারুফ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত ১৫ আগস্ট তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সূত্র জানাচ্ছে, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর ব্যাংকের অভ্যন্তরে চাপ বৃদ্ধি এবং পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিরোধের প্রেক্ষিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

শেখ মোহাম্মদ মারুফ ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা ব্যাংকের এমডি পদে যোগদান করেছিলেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য জানিয়েছেন, পদত্যাগপত্র পাওয়ার পর আগামী সোমবার পর্ষদ সভায় এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *