ঢাকা: এই বিমান বাংলাদেশ ইউনূসের মতোই! কোনো না কোনো ত্রুটিতে যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

যান্ত্রিক ত্রুটির জন্য ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়।

স্থানীয় সময় রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গিয়েছে, বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বিমানটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়।

তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয়েছে। তবে এখনের আপডেট জানা যায়নি।

বিমান বাংলাদেশ নিয়ে মারাত্মক অশান্তিতে ভুগছেন যাত্রীরা।

রোমের ফিউমিসিনো বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটে মোট যাত্রী ২৬২ জন ছিলেন। এর মধ্যে ১৫ জন বিজনেস ক্লাসের এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের।

শেষ খবর পাওয়া পর্যন্ত, বিমানটি গ্রাউন্ডেড ছিলো।

যাত্রী ও ক্রুরা হোটেলে আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *