ঢাকা: ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছেই। আজও উত্তাল কলেজ চত্বর।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী নিয়ামুল হকের পদত্যাগ দাবিতে উত্তাল ঢাকা সিটি কলেজ।

এদিন, শুক্রবার, ১৮ জুলাই সকাল থেকে ২৫ ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী মূল ফটকের সামনে বিক্ষোভ করে।

বিক্ষোভের বাংলাদেশ এটি। প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল চলছেই।

শিক্ষার্থীদের অভিযোগ, নিয়ামুল হক কর্তৃত্ববাদীভাবে কলেজ পরিচালনা করছেন এবং তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী নানা অনিয়মে জড়িত।

আন্দোলনকারীরা সাফ জানান, আহত শিক্ষার্থীদের ঘটনায় তদন্ত, শাস্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষা ও ফি প্রদানসহ সমস্ত একাডেমিক কার্যক্রম বর্জন করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *