ঢাকা: ঢাকায় মারাত্মক গরম সকাল থেকেই। সকাল থেকে গরমের দাপটে অবস্থা কাহিল জনগণের।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত। গাছপালা কেটে শেষ। গরমের অস্থিরতা বছর বছর বাড়ছে। মানুষের লোভ প্রকৃতিকে ধ্বংস করেছে এখন অনুতপ্ত সেই মানুষই।
শনিবার দিন গড়ানোর সঙ্গে-সঙ্গে গরম আরো তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়েছে, আজ দিনের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।