ঢাকা: আবাসনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হলো।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এক নির্দেশিকায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম জানিয়েছেন, রবিবার (২২ জুন) থেকে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্র-ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশের বাইরে রয়েছে।

একে একে নিভিছে দেউটি! হাসিনা-হীন বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ!

এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছেন।

তাঁরা হলে থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের রবিবার দুপুর ১২টার মধ্যে হলত্যাগ করতে বলা হয়েছে।

শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে সায় দেয়নি। সন্ধ্যায় শিক্ষার্থীরা বলছেন, তারা হল ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

আন্দোলন দমানো যাবে না কোনোভাবে, বলছেন তাঁরা।

আরো বলছেন, পাঁচ দফা দাবি মানা না হলে হল ছাড়বেন না তারা। এবং স্বাস্থ্য উপদেষ্টাকে এসে হলের পরিস্থিতি দেখে যেতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *