ঢাকা: সনাতনীদের উৎসব মানেই রঙিন ব্যাপার। ভীষণ সুন্দর চারদিক।
প্রতি বছর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। এই উৎসব ভক্তি ও বিশ্বাসের প্রতীক।
এই বছর জন্মাষ্টমী ১৬ আগস্ট পালিত হবে।
তবে বাংলাদেশে আর সৌন্দর্য বলতে কিছু নেই।
যেখানে সনাতনীদের বাস করতেই দেয়া হচ্ছেনা, সেখানে আর উৎসব কিসের?
জঙ্গী মৌলবাদী গোষ্ঠী এই দেশে সনাতনীদের বিষের চোখে দেখে। যেখানেই সনাতনী সেখানেই এদের কোপ।
এক একটা হিন্দু গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে উজাড় করে দিচ্ছে, হিন্দু বসত বাড়ি দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছারখার।
এই হিন্দু সম্প্রদায়ের কান্না এই আহাজারি রাষ্ট্রের কানে পৌঁছায় না? রাষ্ট্র অন্ধ রাষ্ট্র ধর্মান্ধ।
বাংলাদেশে ৬৪ জেলায় কোথায় না কোথায় প্রতিদিন হিন্দুদের হত্যা ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোথায় বিচার কোথায় মানবাধিকার সংস্থা?কোথায় নিরাপত্তা?
বিশ্ববাসীকে বোকা বানানোর জন্য এখন জন্মাষ্টমীতে নিরাপত্তা দেবে জঙ্গী সরকার।
সারাদেশে সনাতনী হিন্দু নির্যাতনের কোন বিচার নাই, জেলে পচে মরছে মানুষ! এখানে আসছে নিরাপত্তা দিতে!?
বলা হচ্ছে, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ও পবিত্র উৎসব জন্মাষ্টমীকে সামনে রেখে রাজধানী ঢাকায় সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এখন তো রক্ষকই ভক্ষক! কে কাকে বিশ্বাস করবে?
বলা হলো, এ নিরাপত্তা পরিকল্পনায় সশস্ত্র বাহিনী, সিটি করপোরেশন, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, স্বাস্থ্য অধিদফতরসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।
মঙ্গলবার (১২ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে জন্মাষ্টমী শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।