ঢাকা: ঝলসে গিয়েছে জীবনগুলো! শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা করতে হয়েছে।
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান জানান, মরদেহের ডিএনএ নমুনার সঙ্গে পরিবারের ডিএনএ মিলিয়ে দেখে বৃহস্পতিবার তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন তাঁরা।
শনাক্ত হওয়া পাঁচজন হল–
মো. ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে ওকিয়া ফেরদৌস নিধি।
মো. বাবুল ও মাজেদা দম্পতির মেয়ে লামিয়া আক্তার সোনিয়া।
মো. আব্বাস উদ্দিন ও মোসা. মিনু আক্তার দম্পতির মেয়ে আফসানা আক্তার প্রিয়া।
মো. শাহাবুল শেখ ও মিম দম্পতির মেয়ে রাইসা মনি।
আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির মেয়ে মারিয়াম উম্মে আফিয়া।