ঢাকা: নির্বাচনের খবর নেই! পর্যবেক্ষক নিবন্ধনের সময়সীমা ঘোষণা! গ্রাম বাংলায় একটি কথা প্রচলিত আছে– ‘ যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শীর ঘুম নাই’। এমনটাই দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগ্রহী পর্যবেক্ষক সংস্থাগুলোকে নিবন্ধনের আবেদন করতে ১৫ দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনকে সামনে রেখে নতুন করে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন করার উদ্যোগ নিলো নির্বাচন কমিশন (ইসি)।
যারা নিবন্ধন প্রত্যাশী তাদের আগামি ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ফরমে ইসির সিনিয়র সচিবের কাছে আবেদন করতে হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নীতিমালা হওয়ায় আগের নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে জানিয়ে আশাদুল হক বলেছেন, “এখন ‘পর্যবেক্ষক সংস্থা’ হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হল।”
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালে মোট ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছিল।
২০২৪ সালে অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর এখন ফের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার বিষয়টি পুরো মিথ্যা, বানোয়াট কথা।