ঢাকা: বোরখা পরে ঘরে কাজ করতে ঢুকতো, আর বের হতো স্কুল ড্রেস পরে! কী ভয়াবহ! বোরখা এই কারণেই পরতো, যাতে নিজেকে, নিজের অপকর্ম ঢেকে রাখা যায়।

মা এবং মেয়ে দুইজনকে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে।

এতদিন পর আলোচনার শীর্ষে থাকা বিশেষ গৃহকর্মী গ্রেপ্তার হলো!

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে গলাকেটে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশাকে বরিশালের ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরে একটি বাড়ি থেকে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। হাতে গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে আঘাত করা হয়েছে।

নাফিসা লাওয়াল বিনতে আজিজের বাবা আজিজুল ইসলাম সোমবার (৮ ডিসেম্বর) বাদী হয়ে থানায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা করেন।

আজিজুল ইসলাম জানান, ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে চারদিন আগে ওই গৃহকর্মীকে কাজে নেন। সকালে এসে বাসার কাজ করে চলে যেতেন। এর মধ্যে রোববার বাসার মূল দরজার চাবি হারিয়ে যায়।

সন্দেহ হলেও গৃহকর্মীকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। মেয়েটির পরিচয় ও ফোন নম্বর চেয়েছিলাম। কিন্তু সে বলেছিল, আগুনে পুড়ে তার মা-বাবা মারা গেছেন। সেও আগুনে দগ্ধ হয়েছিল। এসব বলে পরিচয় ও ফোন নম্বর দেয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *