ঢাকা: ভারত জঙ্গিবাদ প্রশ্রয় দেয় না। এটি বরাবর স্বীকৃত। জঙ্গীবাদকে উপড়ে ফেলা ভারতের কাজ।
অজিত ডোভাল মুখ খুললেন ভারতের পরিস্থিতি নিয়ে।
দুর্বল শাসনের জন্যই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
তিনি দাবি করেছেন, যে কোনও দেশ গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাসন ব্যবস্থা। সেটার হাত ধরেই কোনও দেশের লক্ষ্যপূরণ হয়। পূরণ হয় সাধারণ মানুষেক আকাঙ্খা।
আর সেই শাসন ব্যবস্থার দুর্বলতার কারণে গত সাড়ে তিন বছরে ভারতের তিন প্রতিবেশী দেশ (শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল) সরকার পরিবর্তন হয়েছে বলে দাবি করেন ডোভাল।
তিনি বলেন, সন্ত্রাসবাদকে কার্যত নিয়ন্ত্রণে এনে ফেলেছে ভারত।
শুক্রবার রাষ্ট্রীয় একতা দিবসে ‘সর্দার প্যাটেল মেমোরিয়াল লেকচার’-এ ভাষণ দেওয়ার সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে শাসন ব্যবস্থা কোনও দেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেইসঙ্গে কোনও দেশকে সুরক্ষিত করে তোলা এবং তার লক্ষ্য ও আকাঙ্খা পূরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ করে।’
ডোভাল বলেছেন, ‘পরিসংখ্যানটা পরিসংখ্যানই। সেটা খারিজ করে দেওয়া যাবে না। দেশে সন্ত্রাসবাদকে কার্যত দমন করে ফেলা হয়েছে। ২০০৫ সালের ১ জুলাই একটি বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল।
আর শেষটা হয়েছিল ২০১৩ সালে। জম্মু ও কাশ্মীর বাদ দিয়ে দেশর অন্যত্র জঙ্গি হামলা হয়নি। জম্মু ও কাশ্মীর আসলে পাকিস্তান ছায়াযুদ্ধ বা ছদ্মযুদ্ধের মঞ্চ হয়ে আছে। সেখানকার বিষয়টা পুরো আলাদা।’
